মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩


প্রকৃতি আর নেই আগের মতো
........... কাজী ফাতেমা ছবি
==========================

গাছের শাখে শাখে জেগেছে কচিপাতা
সবুজে সবুজে বনানীর অফুরন্ত উল্লাস
মৃদু মন্দ বহে যায় দখিনা বায়
গরমের তীব্রতার হয় হালকা নাশ ।

সব ঠিক ঠাক তবু যেনো
প্রকৃতিতে ভর করে শূণ্যতায়
পলাশ শিমুল গাছে আসেনি ফুল
লালে লাল হয়নি তরু কৃষ্ণচূড়ায় ।

সবই বদলায়, প্রকৃতির মতই
মানুষ বদলে যায় মূহুর্তেই
আপন মানুষগুলো হয় অচেনা
পাল্টে যায় চোখের পলকেই ।

প্রকৃতি মানুষের কাছে
আজ হয়েছে পরাজিত
মানুষ প্রকৃতির নিয়ন্ত্রণ নিয়েছে হাতে
প্রকৃতি তার বিরূপ মেজাজে তাইতো
সময়ে অসময়ে হয়ে উঠে উল্লসিত।

আগের মত প্রকৃতি তার রূপ দিয়ে
হিংস্র মানুষগুলোকে করে না আর অবাক
ভয়াল থাবায়ও মানুষের মন পারে না গলাতে
যতই ভয়ংকর গর্জনে সে ছাড়ুক হাকডাক।

সবই আজ কঠিন পাথর
মানুষ, মানুষের মন
প্রকৃতি, প্রকৃতির দেয়া সব
সবই কঠিন, জটিল ঠনঠন।

গোলাপী আভায় মন হয় না আর উচাটন
দৃষ্টি খুঁজে না আর কোমলতার রং
চোখের পর্দায় কৃত্রিমতা ভর করেছে
মুগ্ধতায় মন কাড়ে যতো অশ্লীলতার ঢং।

নেই আগের মতো কিছুই
সবই পাল্টাচ্ছে অবলীলায়
মানুষ মত্ত আজ ভবলীলায়
দুনিয়ার সব নিয়ে, মম স্বার্থপরতার কঠিন খেলায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

PHOTO GELLERY 2024

...