মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::
ভালো লাগে ...........
.................
কাজী ফাতেমা ছবি
————————
ভালো লাগে
শিহরণ জাগে
তাকালে মন রাঙ্গে
হারাই অনুরাগে
চোখে চোখ
কাঁপে বুক
মিটিমিটি হাসি
তৃপ্তি আহরণ রাশি রাশি
লজ্জা পাও?
তাকাও তাও ।
দেখবে বলে
উঠে দাঁড়ালে
সব চক্ষুর আঁড়ালে
তুমিও যেনো হারালে
ভালোই হয় এমন হলে
সুখ সঙ্গী হও পলে পলে
অনেক ভালবাসাবাসি
না থাকলেও পাশাপাশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

PHOTO GELLERY 2024

...