সাধারণত
এ যুগের মেয়েদের জীবনে প্রেম আসে তিনবার। প্রথম প্রেম ক্লাশ এইট নাইনে
থাকতে একই শ্রেণীতে পড়ুয়া কোচিংমেট কিংবা পাশের বারান্দার সফিক ভাইয়ের
সাথে। সেই প্রেমের স্থায়িত্বকাল ইন্টারমিডিয়েট পরীক্ষার পর পর্যন্ত,
প্রেমের ফল হচ্ছে মেয়ে গোল্ডেন এ+ আর ছেলেটা বেশী না মাত্র দুই সাবজেক্টে
ফেল। প্রেমতো শেষ বটেই, অনেক ক্ষেত্রে এ সময়ে প্রতিহিংসা বশত ছেলের ছড়ানো
ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়।
দ্বিতীয় প্রেম ভার্সিটিতে, একই
ক্লাশের সহপাঠী অথবা এক ইয়ার সিনিয়র বড় ভাইয়ের সাথে। সেই প্রেম টিকে ফাইনাল
ইয়ার পর্যন্ত, সদ্য পাশ করা বেকার প্রেমিকের উপর ভরসা পায়না প্রেমিকা,
ফলাফল ফুড়ুৎ। ছেলে এক আধা বছর দাঁড়ি টাড়ি না কেটে বিড়ি গাঁজা খেয়ে খাবি
খেতে খেতে জীবনের স্রোতে ফিরে আসতে সংগ্রাম করে।
তৃতীয় প্রেমের
শুরু বিয়ের রাতে, বাবা মায়ের ঠিক করা ছেলের সাথে বিয়ে। সে রাতে স্বামীর
প্রশ্নের জবাবে লাজুক মুখে মেয়ে জবাব দেয়- 'একটা ছেলেকে ভালো লাগতো ক্লাশ
নাইনে পড়ার সময়ে কিন্তু এর বেশী কিছুনা, ভেবে রেখেছিলাম বিয়ের পরেই প্রেম
করবো, তোমার সব ঠিকঠাক থাকলে তুমিই হবা প্রথম প্রেম'। ছেলেটা ভাবে- আমি
পাইলাম, ইহাকে পাইলাম...!!!
মরালঃ বাপ মায়ের কথামতোই যখন বিয়ে করবা তাইলে প্রেম করতে কইছিলো ক্যাডা...???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন